হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ১৩ই সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার খুলনার কাসরে হুসাইনী ইমামবারগাহয় পবিত্র ঈদে যাহরা (সা.আ.) উপলক্ষে আয়োজিত খোশ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত খোশ মাহফিলে আলেচনা করেন খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব মাওলানা সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী (হাফি.)।
খোশ মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্র ও কাসরে হুসাইনী ইমামবারগাহ কর্তৃপক্ষ।