۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ংকর পাপ!
সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ংকর পাপ!

হাওজা / সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ংকর গুনাহ ও পাপ হচ্ছে সেই পাপ- যা পাপী ক্ষুদ্র ও হালকা বলে গণ্য করে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেন,

أَشَدُّ الذُّنُوبِ مَا اسْتَخَفَّ بِهِ صَاحِبُهُ.
সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ংকর গুনাহ ও পাপ হচ্ছে সেই পাপ- যা পাপী ক্ষুদ্র ও হালকা বলে গণ্য করে। [অর্থাৎ পাপ করতে উদ্বুদ্ধ ব্যক্তি মনে করে- আরে, এটা এত বড় পাপ নয়! আল্লাহ মাফ করে দিবেন; অতঃপর সেই পাপের কাজটি সে আঞ্জাম দেয়!]

[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৩, পৃষ্ঠা- ৩৬৪]

تبصرہ ارسال

You are replying to: .