হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলের সাথে তার সংগঠনের ‘হিসাব-নিকাশের উন্মুক্ত যুদ্ধ’ শুরু হয়েছে। তিনি বলেন, “হুমকি আমাদেরকে থামাতে পারবে না; আমরা যেকোন সামরিক পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।”
গতকাল (রোববার) রাজধানী বৈরুতের দক্ষিণে এক দাফন ও শোক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় শেখ নাঈম কাসেম একথা বলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক শোক পালনকারী উপস্থিত ছিলেন।
হিজবুল্লাহ নেতা বলেন, ইহুদবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াই এখন নতুন স্তরে পৌঁছেছে।
হিজবুল্লাহর এ নেতা বলেন,“ইহুদবাদী শত্রুরা প্রতিরোধ আন্দোলনকে পঙ্গু করে দেয়ার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছি।”
হিজবুল্লাহর উপ মহাসচিব গাজা উপত্যকায় ইহুদিবাদীদের গণহত্যামূলক যুদ্ধে আমেরিকার দ্বৈত অবস্থান ও জড়িত থাকার প্রতি ইঙ্গিত করে বলেন, "ইসরায়েলের আগ্রাসনে আগ্রাসনে ওয়াশিংটন আপদ-মস্তক নিমজ্জিত।”
তিনি স্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসে মারা যাবে, তাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং আরা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।