۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ইসরায়েলের আগ্রাসনে লেবাননে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে
লেবাননে ইহুদীবাদী দখলদার ইসরায়েলের বিমান হামলার চিত্র

হাওজা / নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননজুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ইসরায়েলি হামলায় গত চারদিনে বাস্তচ্যুত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে আলজাজিরা।

রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়েহ শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে, নতুন করে প্রাণ গেছে অন্তত ৯০ জনের। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলছে, গত চারদিনে বাস্তচ্যুত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

এদিকে, ইসরায়েলি ভূখণ্ডে পালটা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিরায়াত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়ে হিজবুল্লাহ।

تبصرہ ارسال

You are replying to: .