۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
বিশ্ব মানবতার অবস্থান
কবি মুক্তার হোসেন শাহ

হাওজা / বিশ্ব মানবতার অবস্থান শিরোনামে লেখা কবি মুক্তার হোসেনের কবিতা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

আমেরিকার বীর্যে তৈরি যারা
তারাই এখন চুপ
বিশ্বমানবতা নেই আজ
হাসছে তারা খুব
মুসলমানের ভেস ধারি
হাব্বা জুব্বা গায়
বেদাত বেদাত করে
এরা ফেতনা ছড়ায়
ফিলিস্তিনে লেবাননে
বাবু হচ্ছে এটা কি?
ওরাতো শিয়া
মরলে মোদের কি।
আচ্ছা মায়ানমারে মরছে যারা
তাদের চেনো কি?
ওরা চুন্নি ,তবে অন্য দেশ
মাথা ঘামাইনি
এরদোগান বেইমান
দেশ সালাউদ্দিন আইয়ুবীর
আব্বা ইনার দুটা
এ পুত্র আমেরিকা ,ইসরাইলির
বিন সালমান আর এক নাম
জন্ম ইহুদির ।
বেজন্মা যারা
তারা এদের মানে পীর
ধিক তোদের মুসলমান
সুন্নি হওয়ায় ধিক
আল আকসাই নেই বাতি
মরছে শতাধিক।
আসল যারা মুসলমান
দিচ্ছে তারা জান
বাবু এটাই তো আসল জিহাদ
উচা ওদের শান

কবি: মুক্তার হোসেন শাহ

تبصرہ ارسال

You are replying to: .