হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা।
ইরানের একদল বিজ্ঞান প্রতিভা ও কৃতি শিক্ষার্থী আজ (বুধবার) তেহরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
সর্বোচ্চ নেতা বলেন, আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ-সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো দেশগুলো অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ-সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ-শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে।
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, আশা করছি ইরানি জাতির কঠোর প্রচেষ্টায়, ইসলামী বিপ্লবের অনুপ্রেরণায় এবং অন্যান্য জাতির সহযোগিতায় আমরা এই অঞ্চলকে শত্রুমুক্ত করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাত প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, এই দিনগুলোতে আমরা শোকার্ত। বিশেষকরে আমি নিজে অত্যন্ত শোকাতুর। যা ঘটেছে তা কোনো ছোট-খাটো ঘটনা নয়। জনাব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হারানো সামান্য ঘটনা নয়। এই ঘটনা আমাদেরকে মারাত্মকভাবে শোকগ্রস্ত করেছে। লেবানন ইস্যু এবং আমাদের মহান ও প্রিয় শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সম্পর্কে আমার কিছু বলার আছে। আমি অদূর ভবিষ্যতে এ বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ।