۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
ডেস্ক রিপোট : ফিলিস্তিন এবং লেবাননের জনগণের উপর বর্বরোচিত
ফিলিস্তিন এবং লেবাননের জনগণের উপর বর্বরোচিত

হাওজা / হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া-এর শাহাদাৎ, নিরীহ ফিলিস্তিন ও লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলা এবং দখলদার ইসরাইলে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে খুলনায় “Stand With Palestine” এর উদ্যোগে নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, মাওলানা ড. আব্দুল কাইউম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা এহসানুল হক ও সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের পবিত্র সংগ্রাম কেবল ইরানিদের জন্যই গর্বের নয় বরং বিশ্বের সমস্ত মুসলমানের জন্যও গর্বের উৎস। এই সংগ্রাম এবং এর সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া সকল মুসলমানের কর্তব্য।

পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলের অত্যাচারের তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে উপস্থিত জনতা হিজবুল্লাহ ও হামাস নেতাদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় বের হয়ে ইসরাইল বিরোধী ও ফিলিস্তিন সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। “হাসান নাসরুল্লাহর রক্ত, বৃথা যেতে দেব না”, “বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম, এক হও এক হও” সহ নানা স্লোগাননে মুখরিত করে সৈয়দ মোস্তফা মেহেদী।

মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলনা ইব্রাহিম ফাইজুল্লাহ।

تبصرہ ارسال

You are replying to: .