۲۷ مهر ۱۴۰۳ |۱۴ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 18, 2024
ঈজরাঈল প্রসঙ্গে 'কুফি শিয়ার' পর্দাফাঁস !!
বেঞ্জামিন নেতানিয়াহু

হাওজা / ৬১-হিজরীর পর থেকেই শিয়ারা মহররম মাস এলেই আশুরাকে একটি বিল্পবী চেতনায় রূপ দিয়ে জালেমের বিরুদ্ধে জীবন-সংগ্রামে নেমে পড়ে ও জামেলের বিরুদ্ধে নিজেদের মেরুদন্ড শক্ত করার সংকল্প গ্রহণ করে৷


রিপোর্ট: মুস্তাক আহমদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কারা কুফি-শিয়া, আর কারা 'কুফি-শিয়া নয়৷ কারা জালেমের সেবক আর কারা জালেমের সেবক নন৷
— এটি আজ দিনের আলোর মত পরিস্কার হয়েগেছে৷

৬১-হিজরীর পর থেকেই শিয়ারা মহররম মাস এলেই আশুরাকে একটি বিল্পবী চেতনায় রূপ দিয়ে জালেমের বিরুদ্ধে জীবন-সংগ্রামে নেমে পড়ে ও জামেলের বিরুদ্ধে নিজেদের মেরুদন্ড শক্ত করার সংকল্প গ্রহণ করে৷
—কিন্তু শিয়াদের এই আশুরা, মহররম সংক্রান্ত কৃতকর্মে বেশকিছু সাহাবী ও বিশেষ করে খলিফার কৃত জুলুমের পর্দা ফাঁস পড়ে৷

ফলে কিছু জনগোষ্টি তাদের খলিফার কৃত জুলুম'কে আড়াল করার জন্য শিয়াদেরই উপরে নানান অপবাদ দিতে শুরু করে, তারমধ্যে একটি অপবাদ হলোঃ শিয়ারা মজলুম হুসাইন'কে সাথ দেয়নি৷

এদিকে শিয়া সম্প্রদায় আজ যুগের (ইয়াজিদ ইজরাঈল) ও আমেরিকার বিরুদ্ধে মেরুদন্ড খাঁড়া করে দাড়িয়ে আছে তাদের কৃত জুলুমের যোগ্য জবাব দেবার জন্য ৷

কিন্তু অপর দিকে আজ ৫৬-টি সুন্নী মুসলমান দেশ ইজরাঈল ও আমেরিকার ভয়ে পদলেহনে ব্যস্ত৷ তাহলে সন ৬১-হিজরী কারবালার প্রেক্ষাপটে ইয়াজিদের ভয়ে কারা ইয়াজিদের পদ লেহন করেছিল ??

== আজ কারা জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলে ময়দানে নেমেছে??
দিনের আলোর মত পরিস্কার হয়েগেছে যে, বিশ্বের শিয়া সম্প্রদায়ই যুগের ইয়াজিদ ইজরাঈলের বিরুদ্ধে জান প্রান দিয়ে লড়াই করছে৷

মজার কথা, আজ যারা ইজরাঈলের পদ লেহনে ব্যস্ত, কিন্তু তারাই আবার অপবাদ দেয়, শিয়ারা মজলুম ইমাম হুসাইন (আঃ)-কে কারবালায় সাথ দেয় নি৷
মিথ্যা অপবাদ দিয়ে যারা গলাবাজী করে, আজ তারাই নিজেরা মজলুম ফিলিস্তিনকে সাহায্য না করে ইয়াজিদের পদ সেবাতে ব্যস্ত৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .