۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
ইসরায়েল হামলা চালালে পাল্টা হামলার ১০ পরিকল্পনা ইরানের
ছবি: প্রতীকী

হাওজা / ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে বলে নতুন করে কড়া সতর্কতা দিয়েছে ইরান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে বলে নতুন করে কড়া সতর্কতা দিয়েছে ইরান। আর ইসরায়েলে সম্ভাব্য হামলার জন্য অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে দেশটি। ইসরায়েলের হামলার ধরন অনুযায়ী এই পরিকল্পনা বাস্তবায়ন করবে দেশটি।

ইসরায়েলের পাশাপাশি তারা ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রের সমর্থক ও সহযোগী দেশগুলোকেও কড়া সতর্ক বার্তা দিয়ে বলেছে, যেকোনো দেশ যদি ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপে সাহায্য করে, তবে তারা ইরানের রেড লাইনের লঙ্ঘন করবে এবং এর ফলে ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে।

দেশটির সেনাবাহিনীর এলিট শাখা ইসলিমক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর পরিকল্পনা ও ব্যবস্থা বিভাগ ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে অন্তত ১০টি উপযুক্ত জবাবের পরিকল্পনা করেছে এবং প্রয়োজনে যেকোনো একটিকে কার্যকর করা হবে।

সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা যেকোনো সময় পরিবর্তনযোগ্য এবং ইরান শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া দেখাতে কতটা প্রস্তুত, তা প্রমাণ করে। ইরানের পাল্টা আক্রমণ ইসরায়েলকে অভাবনীয় সংকটে ফেলে দিতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

গত ১ অক্টোবর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতাদের হত্যার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলার পর ইরানে প্রতিশোধমূলক হামলার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কবে নাগাদ এই হামলা চালানো হতে পারে, সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করেননি তিনি।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় এ পরিকল্পনার কথা জানিয়েছে আইআরজিসি। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, ‘ইসরায়েল যদি ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর হামলা করে, সেক্ষেত্রে সেই হামলার কঠোর জবাব দেওয়ার মতো সক্ষমতা দেশটির আছে।‘

تبصرہ ارسال

You are replying to: .