হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলুল্লাহ (সা.)! মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ কী? রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করলেন,
أفضَلُ الجِهادِ مَن أصبَحَ لايَهُمُّ بِظُلمِ أحَدٍ.
অর্থ: “একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে- 'তার এমন অবস্থায় সকাল হবে- যে তার মাথায় অন্য কোনো মানুষের উপর জুলুম (ক্ষতি ও অনুপকার) করার চিন্তা থাকবে না।”
[মান লা ইয়াহ্-দ্বারুহুল ফাক্বিহ: খণ্ড- ৪, পৃঃ- ৩৫৩]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের মানুষের উপকার করার তৌফিক দান করুক। উপকার করতে না পারলেও অন্তত মানুষের ক্ষতি করা থেকে হেফাজত করুক।