রিপোর্ট: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গতকাল ইরান হুমকি দিয়েছে কিছু আরব দেশকে৷ ইরানের হুমকির মূল করান হলঃ যদি ইরান আক্রমন করার জন্য ইজরাঈল'কে আরব দেশগুলি আকাশসীমা ব্যবহার করতে দেয়, তাহলে ঐ আরব দেশগুলিকেও যথযোগ্য জবাব দেবে ইরান৷ - এটাই আরবদেশগুলির ইরানের পক্ষ হতে হুমকির মূল কারন৷
আজকে ইরান যে হুমকি দিয়েছে, এটা দেবার কোন প্রয়োজন ছিল না, যদি ইরানের দেওয়া
ইত্তেহাদের প্রস্তাব যদি আরবসহ বিশ্বের সুন্নী দেশগুলো মেনে নিত৷
বিগত ১৯৭৯ সাল থেকে আরবদেশসহ বিশ্বের সুন্নী মানুষকে ইত্তেহাদে ডাক দিয়ে আসছে ইরান৷ এমন কী ইরান ভালোবসে প্রেমের মাধ্যমে শিয়া সুন্নী ইত্তেহাদের ডাক দিয়েছিল৷ কিন্তু প্রায় অর্থশত বৎসর হয়েগেছে৷
এখন প্রশ্ন হচ্ছে, ইরান কেন ইত্তেহাদের ডাক দিয়েছিল ?? এই ইত্তেহাদের মূল কারন কি ছিল ??
— এই ইত্তেহাদের মূল করান হল, ইজরাঈল'কে আরবভূমি থেকে ধ্বংস করে বিশ্বের মানচিত্র থেকে জায়োনিজম ষড়যন্ত্রৈর সর্বনাশ'কে স্বমূলে বিনাশ করা ৷
কিন্তু আরবদেশসমূহ ইরানের এই প্রজ্ঞামূলক ইত্তেহাদের মহৎ উদ্দেশ্যকে বুঝতে সক্ষম নয়নি, উল্টে ইরান-ইজরাঈল দ্বন্দ্বে, ইরান নামক শিয়া মুসলিম রাস্ট্র'কে সাথ না দিয়ে ইহুদী-রাস্ট্র গঠনকারী জায়োনিষ্টদের সাথ দিয়ে আসছে৷
বিশ্বের কোন রাস্ট্র চায়ছিল না বিশ্বের বুকে কোন একটি শিয়ারাস্ট্র গঠন হোক৷ কিন্তু পশ্চিমারা চায়ছিল বিশ্বের বুকে ইহুদী-রাস্ট্র গঠন হোক৷ খ্রীষ্টানরা বহু আগেই দুনিয়ার বুকে পরাজিত জাতি হিসাবে পরিগণিত হয়েগেছে৷ তাই আমেরিকা, বৃটেনরা সম্মিলিত ভাবে একজোট হয়ে আরবভূমিতেই ইহুদীদের জমা করে ইহুদী-রাস্ট্র গঠন করে বৃহত্তর ইহুদীরাস্ট্র গঠনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, -যাকে বলে জায়োনিষ্ট দর্শণ৷
আর এই জায়োনিষ্ট দর্শন বা ইহুদী-রাস্ট্র ধ্বংস করতেই ইরান ১৯৯৭ সালে শিয়া-রাস্ট্র গঠন করে, আর এজন্যই ইরাকের সুন্নী সাদ্দামকে আমেরিকা ইরানে নবগঠিন শিয়া-রাস্ট্র ধ্বংসের জন্য লেলিয়ে দেয়, -এটি তৎকালীন বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেণী বুঝতে পেরেছিলেন, এজন্য তিনি বিশ্বের সকল আরবদেশগুলিকে ইজরাঈলের বিরুদ্ধে শিয়া-সুন্নী ইত্তেহাদের ডাক দিয়েছিলেন৷
কিন্তু দুঃখের বিষয় বুদ্ধু মাথামোটা আরমপ্রিয় আরব বাদসারা ইরানের এই মহৎ ইত্তেহাদের ডাকে সাড়া তো দেয়নিই বরং আজ পর্যন্ত ইজরাঈলকেই প্রতক্ষ্য পরোক্ষ সাথ দিয়ে চলেছে৷
প্রায় ৫০ বছর ইরানের ইত্তেহাদ যখন আরবরা সাড়া দেয়নি, তখন অগত্যা গতকাল ইরান ইজরাঈল যুদ্ধ প্রসঙ্গেই আরবদেশকে হুমকি দিয়েছে৷
আজ ইরানের আরবদেশগুলির প্রতি যে কারনে হুমকি দিচ্ছে, ঠিক ঐ কারনেই ৫০ বছর আগে ইত্তেহাদের ডাক দিয়েছিল৷
অর্থাৎ ইরানের শিয়া সুন্নী ইত্তেহাদের ডাক ছিল ইজরাঈল রাস্ট্রকে ধ্বংসের জন্য, আর ইরানের আজকে হুমকিরও কারণ ইজরাঈল-রাস্ট্রকে ধ্বংসের জন্য৷
কিন্তু মজার কথা, - ইরান যখন শিয়া সুন্নী ইত্তেহাদের ডাক দিয়েছিল, তখন কিছু স্বার্থবাজ লোক ভেবেছিল ইরান শিয়াইজমের মূল আকিদা হইত এবার ছেড়ে দিয়ে, সুন্নীদের খেলাফতি আকিদা মেনে নেবে, তাই তারা কিছুটা হলেও ইরানের গুণগাণ গাইত, কিন্তু ইরান সে গুড়েও বালি নিক্ষেপ করে খয়বার জয়ী, গাদীরে খুমের হযরত আলীর বেলায়ত নিয়েই এককভাবেই বিশ্ব'কে চমক দিয়েছে৷ আর এরফলে আরবদেশগুলি হতাশায় ভুগছে৷
এ প্রসঙ্গে এক ফিলিস্তিনি সুন্নী বিজ্ঞ আলেম বলেছেনঃ "আরবদেশগুলি ইজরাঈলের বিরুদ্ধে তখনই যুদ্ধ করবে, যখন শুনবে ইজরাঈল শিয়া হয়ে গেছে৷"