۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
পারমাণবিক অস্ত্র কার্যক্রম ত্বরান্বিত করার দাবিতে ইরানি আইনপ্রণেতাদের চিঠি
ইরানের পারমাণবিক অস্ত্র কার্যক্রমের প্রতীকী ছবি

হাওজা / পারমাণবিক অস্ত্র কার্যক্রম ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন ইরানের ৩৯ জন আইনপ্রণেতা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পারমাণবিক অস্ত্র কার্যক্রম ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন ইরানের ৩৯ জন আইনপ্রণেতা। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে দেয়া চিঠিতে তারা বলেছেন, এই অঞ্চলে ইসরায়েলি হুমকি মোকাবিলায় পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে হবে।

আল জাজিরা জানিয়েছে, দেশটির সংসদের ৩৯ জন সদস্য যুক্তি উপস্থাপন করে বলেছেন, ইরানের ‘পরমাণু নীতি বা প্রতিরক্ষা মতবাদের পুনর্মূল্যায়ন’ করা দরকার। চিঠিতে স্বাক্ষরকারীদের একজন হাসান আলী আখলাকি ইরানের আধা-সরকারি আইএসএনএ নিউজকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, “আজকে কোনো আন্তর্জাতিক সংস্থা, এমনকি ইউরোপীয় দেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রও ইহুদিবাদী শাসনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় এবং ওই সরকার (ইসরায়েল) যে কোনো সময় ক্রাইম করতে পারে। তাই ইরানের প্রতিরক্ষা জোরদার করতে আমরা এই চিঠিটি লিখেছি।

প্রসঙ্গত, টানা এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে ইসারায়েল। এ ছাড়া তেহরানে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া এবং সম্প্রতি লেবাননে হামলা করে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং গোষ্ঠিটির বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে ইসারায়েলে ভয়াবহ হামলা করে ইরান। সেই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে রেখেছে নেতানিয়াহু সরকার।

تبصرہ ارسال

You are replying to: .