۲۷ مهر ۱۴۰۳ |۱۴ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 18, 2024
ইরানের হুমকির ভয়ে আরব ঈজরাঈলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না  ----------- মুস্তাক আহমদ   গত তিনদিন আগে ইরান আরবদেশগুলি'কে হুমকি দিয়েছিল ৷  হুমকি টি ছিল ইজরাঈলকে আরব দেশের আকাশসীমা ব্যবহার প্রসঙ্গে৷
ইরানের হুমকির ভয়ে আরব ঈজরাঈলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না ----------- মুস্তাক আহমদ গত তিনদিন আগে ইরান আরবদেশগুলি'কে হুমকি দিয়েছিল ৷ হুমকি টি ছিল ইজরাঈলকে আরব দেশের আকাশসীমা ব্যবহার প্রসঙ্গে৷

হাওজা / ইসরাইলকে আরব দেশগুলো ইরান আক্রমণের জন্য তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিবে না ৷ 

রিপোর্ট: মুস্তাক আহমদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গত তিনদিন আগে ইরান আরবদেশগুলি'কে হুমকি দিয়েছিল ৷
হুমকি টি ছিল ইজরাঈলকে আরব দেশের আকাশসীমা ব্যবহার প্রসঙ্গে৷

অবশেষে ইরানের ভয়ে রীতিমত তারা ঘোষনা করেছে - 'না'

অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে আরব দেশগুলো ইরান আক্রমণের জন্য তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিবে না ৷

"ওয়াল স্ট্রিট জার্নাল"-এর এক প্রতিবেদনে বলা হয়েছেঃ জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইজরাঈল ও মার্কিন প্রশাসনকে জানিয়েছে, — তারা তাদের সামরিক অবকাঠামো বা আকাশসীমা কোনোভাবেই ইরান আক্রমণের জন্য ব্যবহার করতে দিতে পারবে না৷

تبصرہ ارسال

You are replying to: .