হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর আস সাদিক (আ.) বলেন,
مَن شَمِتَ بمُصيبَةٍ نَزَلَت بأخِيهِ لَم يَخرُجْ مِن الدنيا حتّى يُفتَتَنَ.
কোনো ব্যক্তি যদি তার দ্বীনি ভাইয়ের উপর আসা দুর্যোগে (বিপদ-আপদ ও দুর্দিনে) আনন্দিত হয়; তাহলে সেও এই দুনিয়া ত্যাগ করার পূর্বে ঐ বিপদে আক্রান্ত হবে।
[উসুলে ক্বাফী, খন্ড- ২, পৃষ্ঠা- ৩৫৯, হাদিস- ১]