۲۷ مهر ۱۴۰۳ |۱۴ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 18, 2024
পশ্চিমবঙ্গের রাজধানী'র বুকে "রহমাতুল্লিল আলামীন কনফ্রারেন্স সম্পন্ন হলো !!
আয়াতুল্লাহ সৈয়দ খোমেনী (রহঃ)-এর রেখে যাওয়া এক বলিষ্ট পদক্ষেপ, "ঐক্য সপ্তাহ" স্মরণে কনফ্রান্স এর আয়োজন করা হয়েছিল।

হাওজা / আয়াতুল্লাহ সৈয়দ খোমেনী (রহঃ)-এর রেখে যাওয়া এক বলিষ্ট পদক্ষেপ, "ঐক্য সপ্তাহ" স্মরণে কনফ্রান্স এর আয়োজন করা হয়েছিল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রহমতের আধার হযরত মুহাম্মাদ (সঃ)-এর আগমণি দিবস উপলক্ষ্যে মরহুম আয়াতুল্লাহ সৈয়দ খোমেনী (রহঃ)-এর রেখে যাওয়া এক বলিষ্ট পদক্ষেপ, "ঐক্য সপ্তাহ" -এর গুরুত্ব'কে সামনে রেখে ভারতবর্ষের নানা ধর্মের মধ্যে মেলবন্ধনের ঐতিহ্যের মর্যাদা মাথায় রেখে আজ পশ্চিমবঙ্গের রাজধানী'র বুকে - ভারতীয় ভাষা পরিষদ হলে "রহমাতুল্লিল আলামীন কনফ্রারেন্সের" আয়োজন করা হয়৷

পবিত্র কোরআন তেলায়ত করেন, মওলানা তাফাজ্জুল সাহেব, হিন্দু স্কলার হিসাবে আলোচনা করেন, Adv Pratik Majumdar Sb
শিখ স্কালার Sir Soren Sing Sb খ্রীষ্টান স্কলার ছিলেন, Father Prithviraj Nayak Sb, বৌদ্ধ স্কালার
Ven Buddharakkhita. Abbot Vidarshan Siksha Kendra.
শিয়া মুসলিম স্কলার হিসাবে ছিলেন, Maulana Dr. Rizwanus Salam Khan
সুফি কাদরী স্কলার,
Pire Tariqat Janab Marshud Ali Al Qaderi.
ও Pire Tariqat Janab Reshadhat Ali Alq Qadri.

সাধারন সুন্নী হিসাবে ছিলেন, Prof. Dr. Md Sirajul Islam, ওয়ার্শি সুন্নী হিসাবে Janab Maulana Shabbir Ali Warsi.

সত্যের পথে পত্রিকার সম্পাদকাSk Mustak Ahamed
প্রাক্তন অধ্যাপক হিসাবে ছিলেন, Syed Hassan Haider kazmi sb.
বাংলাভাষায় ব্যাপক প্রচারিত 'কলম পত্রিকার' সম্পাদক হিসাবে ছিলেন
Ahmad Hasan Imran, Ex Member Of Parlament
এছাড়া ছিলেন, Janab Maulana Amiul Anbia Sb

সংখ্যালঘু উন্নয়নের প্রসিডেন্ট Janab Maulana Qamaruz Zaman Sb. ও উপস্থিত ছিলেন৷

একই মঞ্চে - শিয়া, সুন্নী, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রীষ্টান, সুফি, ওয়ার্সি, কাদরী ও শিখ স্কলারগণ নিজ নিজ ভাষায় প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর আলোকিত পথ তুলে ধরেন সাথে সাথে নানাণ ধর্মের মধ্যে ঐক্যের বার্তা দেন প্রেম মহব্বতের ভাষায়৷
হাওড়া, হুগলী, বর্ধমান, দুই ২৪-পরগণা, মেদিনীপুর, নদিয়া ও কলিকাতার নারী, পুরুষ তরুন তরুণী যুবক যুবতি শিশুগণ শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন৷
আহলে বাইত মর্যাদা শীর্ষক বাংলাভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের একমাত্র পত্রিকা 'সত্যের পথে' পত্রিকা প্রকাশ করা হয়৷
সমগ্র অনুষ্টানের আয়জনে ছিল 'নূরুল ইসলাম একাডেমি৷' মিডিয়া পাটর্নার হিসাবে সহযোগিতায় ছিল চ্যানেল সত্যের পথে ও যায়নাব টিভি৷

تبصرہ ارسال

You are replying to: .