রিপোর্ট: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, — এ যেন যে যায় ক্ষমতায় সে হয় হাসিনা ৷
দীর্ঘদিন হাসিনা সরকার বাংলাদেশের জনগণ'কে দুর্নীতি, চাঁদাবাজী, সিন্টিকেট দ্বারা নির্যাতন করছিল৷ ছাত্র আন্দোলনের মাধ্যমে জনগন সেখ হাসিনার সরকার উৎখাত করে দেশে অন্তর্বর্তী সরকার এনেছে৷
জনগন আশায় ছিল নবগঠিত অন্তর্বর্তী সরকার সেখ হাসানার তৈরী সিন্ডেকেট, চাঁদাবাজী, দুর্নীতি ভেঙে দেশকে নতুন ভাবে বাঁচতে শেখাবে৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগনের হাতের নাগালে আসবে৷
কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসানার তৈরী সিন্টেকেট বা দুর্নীতির শিকল ভাঙতে পারেনি, কিন্তু ঐ অন্তর্বর্তী সরকার মানুষের বিশ্বাসকে ভেঙে দিয়েছে, বাংলাদেশের ঐতিহ্য মাযারগুলিকে ভেঙে দিয়েছে৷
সাম্রাজ্যবাদীদের ভয়ে তাদের মন্দিরগুলোর সুরক্ষা দিয়েছে, সিন্ডিকেটদের সুরক্ষা দিয়েছে, দুর্নীতিবাজদের সুরক্ষা দিয়েছে, কিন্তু জনগনের বিশ্বাস'কে জনগনের আস্থাকে জনগনের মাযারগুল'কে ভেঙে দিয়ে নয়া হাসিনার স্বরূপ ফুটিয়ে তুলেছে৷
এ যেন যে যায় ক্ষমতায় সে হয় হাসিনা ৷
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।