۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
'সত্যের পথে' পত্রিকা ও এক যুগের পথচলা
মুস্তাক আহমদ

হাওজা / সত্যের পথে পত্রিকাটি ২০১২ সাল থেকে নিয়মিত ভাবে বছরে ৬-টি সংখ্যা প্রকাশিত ও বন্টন হয়ে আসছে পশ্চিমবঙ্গে ও আসাম রাজ্যে ৷

মুস্তাক আহমদ (সম্পাদক)

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

আলহামদোলিল্লাহ !!
আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী ও নবীর আহলে বাইতের উপরে৷

এছাড়া শুকরিয়া জ্ঞাপন করছি 'সত্যের পথে ' সম্মানিত পাঠকগণদের৷
পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের বাংলাভাষী সত্যসন্ধানী মানুষের জন্য একমাত্র ইসলামিক 'নবীর আহলে বাইত শীর্ষক পত্রিকার নাম 'সত্যের পথে' পত্রিকা ৷
"সত্যের পথে" পত্রিকা এখন সুধু নাম নয়, একটি পরিচয় ৷
—এই পত্রিকাটি ২০১২ সাল থেকে নিয়মিত ভাবে বছরে ৬-টি সংখ্যা প্রকাশিত ও বন্টন হয়ে আসছে পশ্চিমবঙ্গে ও আসাম রাজ্যে ৷ অর্থাৎ দীর্ঘ ১২-বছর (১-যুগ)ধরে মানুষ'কে আলোকিত করে আসছে ধারাবাহিক ভাবে৷
বহু সুন্নী মানুষকে আহলে বাইতের মর্যাদা ও ঐতিহাসিক সত্যতার আলো প্রদান করেছে এই পত্রিকা৷ - আমরা মনে করি এটি মা ফাতেমা (আঃ)-এর এক বিশেষ দয়া৷
রাজ্যের জেলা ও শহরের বিভিন্ন স্থানে বাই-পোষ্টের মাধ্যমে সত্য সন্ধানী মানুষের দ্বারে দ্বারে চলে যাচ্ছে এই পত্রিকা ৷

تبصرہ ارسال

You are replying to: .