লেখা: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসমাঈল হানিয়ার মত একজন সচেতন দায়িত্বশীল বড় মাপের নেতা চলে যাবার পর, তার স্থলাভিষক্ত হয়েছিলেন সিনাওয়ারের মত আর একজন দায়িত্বশীল লড়াকু নেতা৷ যিনি জায়োনিষ্টদের রাত্রের ঘুম হারাম করে দিয়েছিলেন৷
কিন্তু আরব দুনিয়ায় এমন এক নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার৷ যে নিজের জীবনের শেষ বিন্দু দ্বারা ফিলিস্তিন স্বাধীনে ও জায়োনিষ্টদের বিরুদ্ধে লড়াই করেছিলেন৷
হায় আফসোস ! এমন এক নেতা, সিনাওয়ার দুদিন আগে শহীদ হলেন, অর্থাৎ তার শাহাদতের ঘোষণা হলোঃ তিনি আর নেই৷
তাই আর এক মহান নেতা, এ প্রসঙ্গে ইয়েমেনের রাহবার সাইয়েদ আব্দুল মালেক আল-হুতি বলেছেনঃ "সিনাওয়ারের মত একজন দায়িত্বশীল নেতাকে হত্যা মুসলিম দেশগুলোর সব নেতা দায়ী"
এদিকে ইরানের আয়াতুল্লাহ রাহাবার সৈয়দ আলী খামেনাঈ বলেছেনঃ "সিনওয়ার শহীদ হলেও হামাস থাকবে ও জায়োনিষ্টদের বিরুদ্ধে লড়াই করবে৷"
এখন বলার কথা এই যে, বিশ্বের এই মুনাফেক শাসকগণ যারা জায়োনিষ্টদের পদ লেহনে সদা ব্যস্ত, তাদের কী এখনও বোঝার সময় হয়নি ?? আর কত রক্ত ঝরলে তারা বুঝবে ? না আদৌও তারা বুঝবে না ??
তবে এটাও মনে রেখো হে মুনাফেকের দল, একদিন তোমাদের এর প্রতি পদে পদে মাশুল দিতে হবে৷ আর কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী (সঃ) কোনদিন তোমাদের ক্ষমা করবে না ৷