হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের দূতাবাসগুলো অবরুদ্ধ করতে আরব জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরাকে গতকাল (রোববার) দেয়া এক সাক্ষাৎকারে হামাসের পলিট বুরোর সদস্য খলিল আল-হাইয়া এ আহ্বান জানান।
আধুনিক নাৎসিবাদের সাথে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তুলনা করে তিনি বলেন, “বেইত লাহিয়ায় দখলদার বাহিনীর গণহত্যাকে উপেক্ষা করা উচিত নয়।"
শনিবার সন্ধ্যায় বেইত লাহিয়ায় ইসরায়েলি বর্বর বাহিনীর হামলায় অন্তত ৭৩ ফিলিস্তিনি শহীদ হয়।
খলিল আল-হাইয়া বলেন, ইসরায়েলি ও মার্কিন নেতারা ফিলিস্তিনিদের বের করে দিতে এবং অবরুদ্ধ ভূমির নিয়ন্ত্রণ নিতে চায়। তিনি বলেন, দখলদার ইসরায়েল উত্তর গাজায় আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার জন্য একটি কর্মসূচি পরিচালনা করছে। তবে, "আমরা সন্দেহ করি যে, দখলদার বাহিনী ‘জেনারেলদের পরিকল্পনা’ বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং শত্রুরা যখন বলে তারা এটি বাস্তবায়নের চেষ্টা করছে না- তখন তারা মিথ্যা বলছে।"
সূত্র: আল-জাজিরা