হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমিরুল মু'মিনিন আলী (আ.) বলেন,
مَنْ أَصْلَحَ سَرِيرَتَهُ، أَصْلَحَ اللَّهُ عَلَانِيَتَهُ؛ وَ مَنْ عَمِلَ لِدِينِهِ، كَفَاهُ اللَّهُ أَمْرَ دُنْيَاهُ؛ وَ مَنْ أَحْسَنَ فِيَما بَيْنَهُ وَ بَيْنَ اللَّهِ، أَحْسَنَ اللَّهُ مَا بَيْنَهُ وَ بَيْنَ النَّاسِ.
১. যে ব্যক্তি তার ভেতর সাজাবে (অন্তরাত্মা পরিশুদ্ধ করবে), আল্লাহ তার বাহ্যিক (শারীরিক সুস্থতা ও সম্পদ...) সাজিয়ে দিবেন,
২. যে ব্যক্তি তার দ্বীনের জন্য কাজ করবে, আল্লাহ তার দুনিয়াবী কাজের ব্যবস্থা করে দেবেন,
৩. যে ব্যক্তি নিজের সঙ্গে তার রবের সম্পর্ক সংশোধন (সুদৃঢ় ও অটুট) করবে, আল্লাহ তার সঙ্গে মানুষের সম্পর্ক সংশোধন (সুদৃঢ় ও অটুট) করবেন।
[নাহজুল বালাগা, হিকমত (প্রজ্ঞাপূর্ণ উক্তি)- ৪২৩]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের আত্মশুদ্ধি অর্জন পূর্বক দ্বীনের খেদমত করার এবং তাঁর সঙ্গে নিবিড় ও অটুট সম্পর্ক স্থাপন করার তাওফিক দান