রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খুব ভালো কথা ! তুরস্ক তো এ কাজটা ঠিক ৭ মাস আগেই করতে পারত । ৩৪৬০০ শহীদ ( নিহত ) , ৭৮০০০ এর অধিক আহত , ১৫০০০ এর অধিক নিখোঁজ এবং গাযা প্রায় সম্পূর্ণ ধ্বংস - এত বিশাল গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর তুরস্ক সিদ্ধান্ত নিল ইসরাইলের সাথে ব্যবসায় বাণিজ্য স্থগিত করার !!
এই সিদ্ধান্ত ও স্থগিত করতে ৭ মাস সময় লাগে তাও এখনকার এই ডিজিটাল যুগে । এখন যখন বিশ্বের এক প্রান্তে সামান্য কোনো ছোট ঘটনা ঘটলেই বিশ্বের অপর প্রান্তের মানুষ ইন্টারনেট ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে তখন সেখানে বাড়ীর পাশে ইসরাইল গাযায় যে ব্যাপক গণহত্যা ও ধবংসযজ্ঞ চালাচ্ছে তা মিস্টার এরদোগান জী সাহেব খবর পেলেন না বরং এই নরপশু ইসরাইলের সাথে ব্যবসায় বাণিজ্য চালিয়েই যেতে থাকলেন ! গত বছর (২০২৩ ) ইসরাইল - তুরস্ক বাণিজ্যের পরিমাণ ছিল ৬•৮ বিলিয়ন ডলার! বাণিজ্য কি ধীরে ধীরে এত দিন পরে ৭ মাস গত
হওয়ার পর স্থগিত করা দরকার ছিল নাকি গাযায় ইসরাইলের আক্রমণের শুরুতেই তা বন্ধ করে দেওয়া উচিত ছিল তুরস্কের ? তুরস্ক শুধু ইসরাইলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে এবং এখনো ইসরাইলের সাথে কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক স্থগিত বা ছিন্ন করে নি ! এত জঘন্য অপরাধের পরেও ইসরাইল আর স্বীকৃতির যোগ্য নয় । (তুরস্ক)
কিন্তু এরদোগানের উচিত ফিলিস্তীনজবরদখলকারী অবৈধ দখলদারীর মাধ্যমে প্রতিষ্ঠিত ইসরাইলের অবৈধ অস্তিত্বকে আর স্বীকৃতি না দেওয়া। ইসরাইল যুরা (যুক্তরাজ্য) , মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) ও ফ্রান্সের অবৈধ সন্তান। ইসরাইল যে ভীষণ ভয়ঙ্কর অন্যায় ও অপরাধ করেছে সেটার জন্য আর তার অবৈধ অস্তিত্ব বজায় রাখতে পারে না ইসরাইল নামের হারামযাদা , অবৈধ , সন্ত্রাসী - সন্ত্রাসবাদী কৃত্রিম মেকি এ রাষ্ট্রটি । আর এতদিন ব্যবসায় বাণিজ্য চালিয়ে যুদ্ধাপরাধী ইসরাইলের সকল অপরাধে শরীক হয়ে এখন এরদোগান সরকার ইসরাইলের সাথে তুরস্কের ব্যবসায় বাণিজ্য স্থগিত করল মাত্র !!! গাযা সম্পূর্ণ ধ্বংসের আগেই তো এ কাজ করতে পারত এরদোগান। এখনতো গাযা ধ্বংসস্তূপে পরিণত হয়েই গেছে। ৭ মাস ধরে গাযায় ইসরাইল যুদ্ধ করছে না কেবল করছে যুদ্ধের নামে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। হামাস ও ফিলিস্তিনী মুজাহিদ যোদ্ধাদের সাথে যুদ্ধের ময়দানে পরাস্ত ও ব্যর্থ হয়েই ইসরাইল গাযায় গণহত্যা ও ধ্বংস যজ্ঞে লিপ্ত রয়েছে। এরদোগান কি চোখ দিয়ে এগুলো এতদিন ( ৭ মাস )গত হওয়ার পরও লক্ষ্য করে নি যে এখন তা প্রত্যক্ষ করে এই সিদ্ধান্ত গ্রহণ করল ?!!!
Turkey said it would not resume trade with Israel until a “permanent cease-fire” in Gaza. The move came after a number of countries cut diplomatic ties with Israel.
" তুরস্ক বলছে যে গাযায় একটা স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তুরস্ক ইসরাইলের সাথে ব্যবসায় বাণিজ্য পুনর্বহাল করবে না । বেশ কিছু সংখ্যক দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর তুরস্ক এ পদক্ষেপ গ্রহণ করল !!! "
এত বিশাল গণহত্যা ও ধ্বংসযজ্ঞের সম্পূর্ণ ক্ষতিপূরণ ও যুদ্ধাপরাধের মাশুল যে ইসরাইলকেই বহন করতে ও প্রদান করতে হবে সেটা কিন্তু তুরস্ক সরকার বলে নি । এগুলো এরদোগানের সব লোক দেখানো, লোক ভোলানো ও প্রতারণামূলক পদক্ষেপ। ইসরাইল যে অপরাধ করেছে সেটার জন্য ইসরাইলের সাথে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক পুনর্বহালের আর কথাই উঠে না। আবার কিসের ট্রেড রিজিউম ( trade resume ) ?!! এ জঘন্য অপরাধের জন্য ইসরাইলের গুরুদণ্ড ও শাস্তি ভোগ করা উচিত। আর এই গুরুদণ্ড হচ্ছে ইসরাইলের অস্তিত্বের বিলুপ্তি ও ধ্বংস । কারণ এ সন্ত্রাসী কৃত্রিম মেকি রাষ্ট্রটির বুনিয়াদ হয়েছে অপরাধ, সন্ত্রাস , গণহত্যা, ধ্বংসযজ্ঞ , বর্ণ বৈষম্যবাদ , জবরদখল, অন্যায় ও জুলুমের ওপর । তাই এ কৃত্রিম মেকি সন্ত্রাসী অপরাধী দখলদার যালেম রাষ্ট্রটি ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্রে যতদিন বিদ্যমান থাকবে ততদিন মুসলিম বিশ্ব তথা গোটা বিশ্ব নিরাপত্তা ও শান্তির মুখ দর্শন করতে পারবে না । এ নিগুঢ় তত্ত্ব ও বিষয়টা কি এরদোগান গং জানে ও বোঝে ?!!!