۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
News ID: 399973
21 جون 2024 - 11:31
হজ ও ওমরার ফজিলত
হজ ও ওমরার ফজিলত

হাওজা / ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে হজ ও ওমরাকে আখেরাতের বাজার হিসেবে বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "ফুরুয়ে কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ.) বলেছেন:

الحَجُّ و الْعُمْرَةُ سُوقانِ مِن اسْواقِ الآخِرَةِ و العامِلٌ بِهِما فی جَوارِ اللَّهِ انْ ادْرَک ما یَأمُلُ غَفَر اللَّهُ لَهُ وَ انْ قَصُرَ بِهِ اجَلُهُ وَقَعَ اجْرُهُ عَلَی الله

হজ ও ওমরা আখেরাতের দুটি বাজার, যে ব্যক্তি এগুলি সম্পাদনের জন্য পদক্ষেপ গ্রহণ করে, সে আল্লাহর হেদায়েত ও সুরক্ষার অধীনে থাকে। যদি সে যা পেতে চায় (আল্লাহর ঘর জিয়ারত করে) তা অর্জন করে তবে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন আর মৃত্যু তাকে তা থেকে বঞ্চিত করলেও তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে।

(ফুরুয়ে কাফী, খন্ড ৮, পৃ. ২৬০)

تبصرہ ارسال

You are replying to: .