۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
ইসরায়েলকে 'ভয়াবহ পরিণতি' ভোগের হুঁশিয়ারি সৌদি আরবের
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে দখলদার সরকার

হাওজা / এক দিকে আগ্রাসন ও গণহত্যা আর এক দিকে বসতি স্থাপন বাড়িয়ে চলেছে দখলদার ইসরায়েল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজায় স্মরণকালের ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালানোর মধ্যেই ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে দখলদার ইসরায়েল। তাদের এমন কাজের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এমন সিদ্ধান্তে অটল থাকলে ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

গতকাল শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব নিউজের।

সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে।’

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে।’

এর আগে গত বৃহস্পতিবার, দখলদার ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

تبصرہ ارسال

You are replying to: .