রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি মার্কিন সুপার ক্যারিয়ার ( বিমান বাহী রণতরী) আইযেনহাওয়ারকে ব্রিটিশ যুদ্ধ জাহাজ এসকর্ট করেছে !
এ খবর সংক্রান্ত কিছু বিশ্লেষণ :
হুথিদের আক্রমণের ঠেলায় ইউ এস সুপারক্যারিয়ার ( বিমানবাহী বিশাল যুদ্ধ জাহাজ) ড্ ঊইট ডি আইযেনহাওয়ার ও আক্রমণকারী যুদ্ধ জাহাজকে এসকর্ট করেছে ব্রিটিশ যুদ্ধ জাহাজও! ( মার্কিন যুদ্ধজাহাজগুলো একা এসকর্ট করতে পারছিল না বলেই ব্রিটিশ যুদ্ধ জাহাজের সাহায্য নিতে হয়েছে । )
এলাকা ( লোহিত সাগর - বাবুল মান্দাব - ইয়ামান উপকূল ) ত্যাগ করার সময় হুথিদের ৯টা ড্রোন ও একটা ক্ষেপণাস্ত্র নাকি এই যুদ্ধ জাহাজ প্রতিহত করেছে ও ফিরিয়েছে বলে দাবি করা হচ্ছে। স্মর্তব্য যে বিমানবাহী সুপার ( বিশাল) রণতরী আইযেনহাওয়ার দীর্ঘ ৮ মাস ধরে লোহিত সাগরে সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তায় নিয়োজিত থেকেও এবং ইয়ামানে হুথিদের অবস্থানের ওপর ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও হুথিদের আক্রমণ তেমন কিছুই প্রতিহত করতে পারে নি । বরং যত সময় গড়িয়েছে তত ই হুথিদের আক্রমণের তীব্রতা , মাত্রা , ব্যাপকতা , পরিধি , চৌহদ্দি ও রেঞ্জ বিস্তৃতি লাভ করেছে। (ব্রিটিশ যুদ্ধ জাহাজ)
তাই এত ফলাও করে ukdefencejournal.org.uk ব্রিটিশ নৌবাহিনীর করিৎকর্মা মূলক তৎপরতার কথা উল্লেখ করলেও আসল অবস্থা উল্লেখ করে নি । বিশাল বিমান বাহী আইযেনহাওয়ারের উপস্থিতি সত্ত্বেও ইসরাইলের উম্ম আর রাশরাশ ( ইলাত ) বন্দরগামী সামুদ্রিক জাহজ চলাচল তীব্র ভাবে হ্রাস পেয়েছে এবং উক্ত বন্দর এক রকম বন্ধ । আর বরং মার্কিন বিমান বাহিনীর রণতরী আইযেনহাওয়ারের উপস্থিতি ও ইয়ামানে হুথিদের ওপর গত ৭ মাস ধরে যৌথ যুরা - মাযুরা ( ইঙ্গো - মার্কিন )বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা বিধান করতে না পারায় বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ বাবুল মান্দাব - লোহিত সাগর রুট বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে বাধ্য হচ্ছে ! এর ফলে অর্থ ব্যয় ও সময় অনেক বেড়ে গেছে এবং বীমাও বেশ বৃদ্ধি পেয়েছে ! এ সব কিছু না বলে ঐ জার্নালে ব্রিটিশ নৌবাহিনীর বীরত্ব গাঁথা গাওয়া হয়েছে । কিন্তু আসল বাস্তব অবস্থা এ থেকে ভিন্ন। এত বিশিষ্ট বিশাল শক্তিশালী সুপার ক্যারিয়ার বা বিমান বাহী রণতরী আইযেনহাওয়ার কে কেন ব্রিটিশ যুদ্ধ জাহাজ এসকর্ট করছে ? এখান থেকে অবস্থা ও পরিস্থিতি যে ভালো যাচ্ছে না তা প্রমাণিত হয়ে যায় । জার্নালটি ব্রিটিশদের প্রযুক্তি ও কারিগরী মাহাত্ম্য বর্ণনা করে বাবুল মান্দাব - লোহিত সাগর পরিস্থিতি যে যুরা - মাযুরার ( ইঙ্গো - মার্কিন) অনুকূলে নেই তা সুকৌশলে এড়িয়ে গেছে !
ইয়ামানের মতো হতদরিদ্র যুদ্ধ বিধ্বস্ত দেশের সাথে পৃথিবীর সর্ববৃহৎ পরাশক্তি যুরা - মাযুরা ( ইঙ্গো - মার্কিন) যে পেরে উঠছে না তাই প্রকারন্তরে প্রকাশ পাচ্ছে! মুস্তাকবির ( উদ্ধত দাম্ভিক ) যালেম
যুরা - মাযুরা - ইসরাইল মুর্দা বাদ
বীর মযলূম ইয়ামান - গাযা - লেবানন - ইরাক - ইরান যিন্দাবাদ ।
বিশ্বের উচিত মযলূম মুস্তাদ'আফ ( নিপীড়িত ) ইয়ামানকে জোর বাহবা দেওয়া ও শাবাশ বলা ।